১৫ ফেব্রুয়ারী থেকে ৭২ ঘণ্টার হরতাল

১৫ ফেব্রুয়ারী থেকে ৭২ ঘণ্টার হরতাল

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধের মধ্যে ১৫ ফেব্রুয়ারী (রোববার) ভোর ৬টা থেকে ১৮ ফেব্রুয়ারী (বুধবার) ভোর ৬টা পর্যন্ত ফের ৭২ ঘণ্টার হরতাল ডেকেছে ২০ দলীয় জোট। শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ এই হরতালের ঘোষণা দেন।

 

 

বিবৃতিতে বলা হয়, “আইনি শাসনের শূন্যতা, বিচারিক নৈরাজ্য, পুলিশি তাণ্ডবের মধ্য দিয়ে অবৈধ ক্ষমতা চিরস্থায়ীকরণের উন্মাদনায় লিপ্ত আওয়ামী লীগ; ফলশ্রুতিতে জাতীয় জীবন অবরুদ্ধ, গণতন্ত্র বন্দী বাকশালী খাঁচায়। গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে ক্ষমতায় টিকে থাকার নিঃস্ফল প্রয়াস ব্যর্থ হতে বাধ্য।” বিবৃতিতে আরো বলা হয়, “জনগণের প্রত্যাশা ছিল ইতিমধ্যে সরকারের শুভবুদ্ধির উদয় হবে এবং জনদাবি মেনে নিয়ে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ঘোষণা দেবে। কিন্তু সরকারের মধ্যে এ ধরনের কোনো লক্ষণ পরিলক্ষিত না হওয়ায় আবার হরতালের ডাক দিতে হয়েছে।” একটি নির্দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে এবং  দেশব্যাপী ক্রসফায়ারের মাধ্যমে নেতাকর্মীকে হত্যা ও গুলি করে পঙ্গু ও আহত করা, দেশব্যাপী গণগ্রেপ্তারের প্রতিবাদসহ বিভিন্ন দাবিতে এই হরতাল পালিত হবে বলে বিবৃতিতে বলা হয়।

নিজস্ব প্রতিনিধি