গণজাগরণ মঞ্চের সমাবেশের সামনে ককটেল বিস্ফোরণ

গণজাগরণ মঞ্চের সমাবেশের সামনে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ শাহবাগে গণজাগরণ মঞ্চের সমাবেশের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আহতরা হলেন- মো. আরিফ (২৫), মো. মাসুম ওরফে মাসুদ (২৩) এবং রুহুল আমিন (২৪)। ১৫ ফেব্রুয়ারী (রোববার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ব্লগার রাজীব হায়দার শোভনের প্রয়াণ দিবস উপলক্ষে সকল শহীদের স্মরণে রোববার বিকেলে শাহবাগে আলোচনা সভার আয়োজন করে গণজাগরণ মঞ্চ। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হঠাৎ করে একটি ককটেল বিস্ফোরণ ঘটে মঞ্চের অদূরে। সে সময় আরিফ, আমিন ও মাসুদ নামে তিনজন আহত হন। আরও জানা গেছে, আহত রুহুল আমিনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই হাসপাতালের কর্মচারী। অপর দুইজন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের মাষ্টার্সের শিক্ষার্থী আরিফ ও তেজগাঁও কলেজের অর্থনীতি বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নিজস্ব প্রতিনিধি