চাঁদা না দেয়ায় এরশাদের আল্টিমেটাম

চাঁদা না দেয়ায় এরশাদের আল্টিমেটাম

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্যদের উপর ক্ষেপেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয় ভূমিকা ও দলীয় কোষাগারে দীর্ঘদিন ধরে চাঁদা না দেয়ায় অধিকাংশ প্রেসিডিয়াম সদস্যকে আল্টিমেটাম দিয়েছেন এরশাদ।

সূত্রে জানা গেছে, ১৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) প্রেসিডিয়াম সদস্যদের দেয়ার জন্য একটি চিঠি প্রস্তুত করেছেন এরশাদ। এরই মধ্যে কয়েকজনের কাছে পৌঁছে গেছে এই চিঠি। এতে এরশাদ নেতাদেরকে শিগগিরই দলের কোষাগারে বকেয়া চাঁদা ও তাদের অবস্থান পরিষ্কার করার নির্দেশ দিয়েছেন। ৫ জানুয়ারির নির্বাচনে বিতর্কিত ভূমিকার পর থেকেই অনেকটা থুবড়ে পড়ে দলটির কেন্দ্রিয় নেতৃত্ব। স্বার্থের বেড়াজালে বিভিন্ন ধারায় বিভক্ত হয়ে তাদের মাঝে আন্তর্কোন্দল লেগেই আছে। বর্তমানে দলটির শীর্ষ নেতৃত্ব বলা যায় একেবারেই নিষ্ক্রিয়।

জানা গেছে, দলের ৪১ প্রেসিডিয়াম সদস্যের মধ্যে ১০ থেকে ১২ জনের চাঁদা পরিশোধ করা আছে। বাকিদের অনেকেরই মাসিক চাঁদা দীর্ঘদিন যাবৎ বাকি পড়ে আছে। এরমধ্যে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ ও তাঁর অনুসারী দুই প্রতিমন্ত্রী মুজিবল হক চুন্নু ও মশিউর রহমান রাঙ্গা ২০১৪ সালের কোন মাসেরই চাঁদা পরিশোধ করেননি। এরশাদ তাঁদের উদ্দেশে চিঠিতে লিখেছেন, আপনারা যদি দলের চাঁদা না দেন, তাহলে দল চলবে কিভাবে? এদিকে সাংগঠনিক কার্যক্রমেক দলের অনেক নেতার নিষ্ক্রিয় ভূমিকায় হতাশ হয়ে চিঠিতে এরশাদ বলেন, বেশকিছুদিন ধরেই আপনার নিষ্ক্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যদি দলে সক্রিয় না থাকেন, অথবা অন্য কোন উদ্দেশ্য থাকে তাহলে আমাকে অবগত করুন। আগামী কাউন্সিলের আগে আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিবো। এসব বিষয়ে কথা বলতে চাইলে জাপার কোন নেতাই মুখ খুলতে রাজি হননি। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রেসিডিয়াম সদস্য চিঠির প্রাপ্তি স্বীকার করে বলেন, উনার (এরশাদ) নিজের অবস্থানই তো স্পষ্ট নয়। তাছাড়া, দল তো অনেক ভাগে বিভক্ত। আমরা নিরুপায় যে, কোন অংশে সক্রিয় থাকবো।

নিজস্ব প্রতিনিধি