গ্রেপ্তারি পরোয়ানা থানায় পৌঁছানোর পর ব্যবস্থা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গ্রেপ্তারি পরোয়ানা এখনও থানায় পৌঁছায়নি বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন, গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। ২৬ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। মনিরুল ইসলাম বলেন, গ্রেপ্তারি পরোয়ানা থানায় পৌঁছানোর পর আদালত কি নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জামিন বাতিল করে গত বুধবার সকালে ঢাকা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে স্থাপিত ঢাকা- ৩ বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এ আদেশ দেন। এ ছাড়া মামলার অন্য দুই আসামীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এরা হলেন- মাগুরার সাবেক সংসদ সদস্য কাজী সালিমুল হক কামাল ওরফে ইকোনো কামাল ও ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। ওইদিন বিকেলে খালেদার গ্রেপ্তারি পরোয়ানা গুলশান ও ক্যান্টনমেন্ট থানায় পৌঁছায় বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। বকশীবাজার অবস্থিত বিশেষ জজ আদালত-৩ এর পেশকার আরিফ হোসেন বুধবার বিকেল সোয়া চারটায় খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা গুলশান থানায় পৌঁছেছেন বলে জানা গেছে।