দেশে কোনো দিনই গৃহযুদ্ধ হবে নাঃ অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ইউরোপিয়ান পার্লামেন্টের মানবাধিকার সাব-কমিটি বাংলাদেশে গৃহযুদ্ধ বাধার যে আশঙ্কা করেছে, তা উড়িয়ে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, “বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার পক্ষে কোনো জনসমর্থন নেই। তাই দেশে কোনো দিনই গৃহযুদ্ধ হবে না।”
২৭ ফেব্রুয়ারী (শুক্রবার) দুপুরে সিলেটের জালালাবাদ গ্যাস অডিটরিয়ামে রোটারি ইন্টারন্যাশনালের জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন। হরতাল-অবরোধে দেশে চলমান অবস্থা সম্পর্কে দুঃখ প্রকাশ করেন অর্থমন্ত্রী। দেশে গুপ্ত হত্যা ও পেট্রলবোমা হামলার জন্য তিনি খালেদা জিয়াকে দায়ী করে বলেন, “এটা খালেদা জিয়া করাচ্ছেন। সোজাকথা, তার কথায় এটা হচ্ছে। এসব কর্মকাণ্ড পরিহারের জন্য তিনি সাংবাদিকদের অনুরোধ করেন, তারা যেন খালেদা জিয়াকে চাপ দেন।” এ সময় অর্থমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় ইউরোপীয় পার্লামেন্টের উদ্বেগ ও আশঙ্কার কথা। এসময় অর্থমন্ত্রী বলেন, “গৃহযুদ্ধ কোনো দিনই বাধবে না। কারণ, তাঁর (খালেদা জিয়া) কোনো সাপোর্ট নেই তো। তাঁর তো সবই গুপ্ত হত্যা।” সিলেট ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান ইঞ্জিনিয়ার এম এ লতিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- রোটারি ইন্টারন্যাশনালের প্রেসিডেন্টের প্রতিনিধি রোটারিয়ান নির্মল কুমার সিং। এ ছাড়া বক্তব্য দেন রোটারিয়ান ডা. মঞ্জুরুল হক চৌধুরী, রোটারিয়ান নির্মল কুমার সিং ও রোটারিয়ান ড. মীর আনিসুজ্জামান।