অতিরিক্ত তিনটি জনম…
~~অতিরিক্ত তিনটি জনম…~~
—ফারহানা খানম—
*******************************************************************************
দূরগামী হাওয়া কানে কানে বলে গেল এই ত সে!
হৃদয়ের গভীরতম প্রদেশ থেকে
কেউ বলে উঠলো
ওরই জন্যে তুমি চেয়ে নিয়েছিলে
জন্মের অতিরিক্ত
তিনটি জনম চোখ ফেরাতেই
বুকে তুমুল কালবৈশাখী!
হ্যাঁ আংটির মিনিয়েচরটা অকাট্য প্রমাণ
বলি রাজন্য চেয়ে দেখো!
বিষাদময়য় দুচোখ তুলে দেবদূত বললে,
তেত্রিশ হাজার বছর ধরে কামনা করে চলেছি
তোমায় আমি ফুল পাখি আর জোনাক হয়ে
সাধনায় মগ্ন থেকেছি,
এসেছি ছেষট্টি জন্ম নিয়ে
এই পৃথিবীতে তবুও পাইনি!
বললাম দেবদূত এবার নিশ্চয় পাবে!
জলদগম্ভীর স্বরে সে বললে,
অমোঘ লিখন কে খণ্ডাতে পারে?
বলি আরেক জনমে?
সে বললে,
অতিরিক্ত তিনটি জনমের প্রতিবার চঞ্চলতায় তুমি আমায় হারিয়েছ!
আর কোন জন্ম দেবে না তোমায় ঈশ্বর!
_______________________________________________________________