তিনটি গাড়িতে আগুন,ককটেল বিস্ফোরণ

তিনটি গাড়িতে আগুন,ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীতে হরতাল-অবরোধের সমর্থনে তিনটি গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ৪ মার্চ (বুধবার) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জুরাইনের রেল গেট এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

এ ছাড়া, যাত্রীবাড়ীর গোলাপবাগে ডাচ বাংলা ব্যাংকের সমনের সড়কে শিকড় পরিবহনের (ঢাকা মেট্রো-১৪১৯) একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অন্যদিকে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সায়েদাবাদ পুলিশ ফাঁড়ির সামনে একটি গাড়িতে আগুন দেয়া হয়। রামপুরায় হরতাল সমর্থনে বের করা মিছিল থেকে একটি ট্রাকে (ঢাকা মেট্রো-ট-১১-৪৯৩৬) আগুন দেয়া হয়। এ সময় তারা বেশ কয়েকটি ককটেলেরও বিস্ফোরণ ঘটায়। এতে কােন হতাহতের খবর পাওয়া যায়নি।

নিজস্ব প্রতিনিধি