ভারতের ভিসা:সরাসরি জমা দেয়া যাবে
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ ট্যুরিস্ট (টি) ভিসা ছাড়া অন্য সব ক্যাটাগরির ভিসার আবেদন ঢাকার গুলশান, মতিঝিল ও ধানমন্ডি এবং খুলনার ভিসা আবেদন কেন্দ্রে কোন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াই সরাসরি জমা দেয়া যাবে। ১৫ মার্চ (রোববার) হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য ও ঠিকানা জানানো হয়। ভারতীয় ভিসার জন্য আবেদনকারীদের নিম্নলিখিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রসমূহে (আইভিএসি) যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আবেদন কেন্দ্র- গুলশান, ঢাকা: লেক ভিউ বাড়ি নং-১২, সড়ক নং-১৩৭, গুলশান-১, ঢাকা-১২১২, ফোন: ৯৮৯৩০০৬, ৮৮৩৩৬৩২, সেলফোন:০১৭১৩৩৮৯৪৯৯। ই-info@ivacbd.com,
আবেদন কেন্দ্র- ধানমন্ডি, ঢাকা: বাড়ি নং-২, সড়ক নং-২৪, ধানমন্ডি, ঢাকা। ফোন: ৯৬১৫৮৫৬, ই-মেইল: info@ivacbd.com,
আবেদন কেন্দ্র- মতিঝিল, ঢাকা: স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, সাধারণ বীমা ভবন, ২৪-২৫, দিলকুশা বা/এ, ফোন: ৯৫৫৩৩৭১, ৯৫৫৪২৫১, ই-মেইল: info@ivacbd.com
আবেদন কেন্দ্র- খুলনা: ড. মতিয়ার রহমান টাওয়ার, ৬৪, কেডিএ এভিনিউ, কেডিএ বাণিজ্যিক এলাকা, ব্যাংকিং জোন, খুলনা-৯১০০, ফোন:০০-৮৮-০৪১-২৮৩৩৮৯৩, ই-মেইল: info@ivacbd.com
ট্যুরিস্ট ভিসা ব্যতীত অন্য সব ক্যাটাগরির (বিজনেস, মেডিক্যাল, মেডিক্যাল অ্যাটেনড্যান্ট, স্টুডেন্ট, রিসার্চ, জার্নালিস্ট, কনফারেন্স, এমপ্লয়মেন্ট, ট্রানজিট, শিল্পী, ক্রীড়াব্যক্তিত্ব) জন্য এসব কেন্দ্রে সরাসরি সেবা পাওয়া যাবে। একইভাবে ভারতীয় নাগরিকদের স্বামী বা স্ত্রী, ব্যবসায়ী ব্যক্তিত্বদের স্বামী বা স্ত্রী, বেসরকারি খাতের আইটিইসি প্রশিক্ষণার্থীরাও একই সেবা পাবেন।