বর্ধিত হরতাল কর্মসূচি
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দেশব্যাপী চলমান অবরোধের পাশাপাশি ১৮ মার্চ (বুধবার) সকাল ৬ টা থেকে ২০ মার্চ (শুক্রবার) সকাল ৬ টা পর্যন্ত সর্বাত্মক হরতাল কর্মসূচি বর্ধিত করেছে ২০ দলীয় জোট। ১৭ মার্চ (মঙ্গলবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ২০ দলের পক্ষে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু এই হরতাল বাড়ানোর ঘোষণা দেন। সংবাদমাধ্যমে প্রেরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বরকত উল্লাহ বুলু বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমদকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার দাবি জানান। এ দাবিতে বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী অবরোধের পাশাপাশি ৪৮ ঘণ্টার হরতাল হরতাল পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
এছাড়া হরতালের মধ্যেই বৃহস্পতিবার সারা দেশে ২০ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ-মিছিল হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাশাপাশি হরতাল শেষে শুক্রবার সারা দেশে সালাহউদ্দিন আহমেদের জন্য সকল মসজিদে দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে প্রার্থনা করার জন্যও দেশবাসীর প্রতি আহ্বান জানান বরকত উল্লাহ বুলু।