জনসমর্থন ছাড়া কোনো কর্মকাণ্ড চলতে পারে নাঃ আইজিপি
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ পুলিশের মহাপরিচালক একেএম শহীদুল হক বলেছেন, “নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জনসম্পৃক্ততা নেই। জনসমর্থন ছাড়া কোনো কর্মকাণ্ড চলতে পারে না।” ২০ মার্চ (শুক্রবার) দুপুরে যশোরের অভয়নগর হাইওয়ে থানার উদ্বোধনকালে এসব কথা বলেন একেএম শহীদুল হক।
আইজিপি দাবি করেন, “দেশে সহিংসতা, নাশকতার ঘটনা অনেক কমেছে এবং আগামীতে থাকবে না।” তিনি বলেন, “নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জনসম্পৃক্ততা নেই। জনসমর্থন ছাড়া কোনো কর্মকাণ্ড চলতে পারে না।” তিনি আরো বলেন, “নাশকতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবহণ সেক্টর। তাই সরকার পরিবহণ খাতকে রক্ষা করতে পর্যায়ক্রমে আরো কয়েকটি হাইওয়ে থানা ও ফাঁড়ি স্থাপন করবে।” তিনি হাইওয়ে পুলিশকে সার্বিক সহযোগিতা করতে পরিবহণ সেক্টরের লোকজনসহ সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খুলনা রেঞ্জের ডিআইজি মনিরুজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।