৩ এপ্রিল: জাতীয় চলচ্চিত্র দিবস
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ৩ এপ্রিল উদ্যাপন করা হবে ‘জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৫’। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল তৎকালীন প্রাদেশিক সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী হিসেবে প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিল উত্থাপন করেন। বিলটি ঐ দিনই পাস হয়। ফলে বাংলা চলচ্চিত্রের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত এফডিসি প্রতিষ্ঠিত হয়। আর বর্তমান সরকার ৩ এপ্রিলকে ‘জাতীয় চলচ্চিত্র’ দিবস ঘোষণা করেছে।
জাতীয় চলচ্চিত্র দিবস-২০১৫ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দিবস উপলক্ষে তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে এফডিসি’র আয়োজনে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৩ এপ্রিল (শুক্রবার) সকাল ১০টায় এফডিসিতে কর্মসূচির উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর। উদ্বোধন অনুষ্ঠানের পর র্যা লি বের হবে। চলচ্চিত্রশিল্পী ও কলাকুশলীরা র্যা লিতে অংশগ্রহণ করবেন। সকাল ১১টায় এফডিসি ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এর যৌথ আয়োজনে ‘ডিজিটাল চলচ্চিত্র: সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এছাড়া দিনব্যাপী প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে। চলচ্চিত্র প্রদর্শন করা হবে। দিবসটি উদ্যাপন উপলক্ষে গণযোগাযোগ অধিদপ্তরের আওতাধীন জেলা তথ্য অফিস জেলায় জেলায় র্যা লি ও বিনামূল্যে চলচ্চিত্র প্রদর্শন করবে।