সেই কবে মরে পড়ে আছি
~~~সেই কবে মরে পড়ে আছি~~~
——খালেদ হোসাইন——
*************************************************************************************************
মনে হয়, একটা পাহাড় ধেয়ে আসছে,
আমাকে পিষ্ট করে বহুদূর দেশে চলে যাবে।
মনে হয়, করোটিও ধুলো হবে
আলো- অন্ধকার হয়ে যাবে।
>>>
পাহাড়টা দাঁড়িয়ে পড়েছে?
মনে হয়, এবার তাহলে কালো পোশাক পরা
পাইক-পেয়াদা আসবে।
উল্লাস করতে করতে ধরে নিয়ে যাবে।
আর রাত্রি গভীর হলে শহর থেকে দূরে কোথাও
ক্রসফায়ারের শব্দ। শাল সেগুনের ডাল থেকে
হরিয়াল পাখির উড়াল।
>>>
কালো কালো সৈন্য কি দাঁড়িয়ে পড়েছে?
মনে হয়, নদী থেকে উপচে-পড়া বর্জ্যরে বন্যা
আমাকে ভাসিয়ে নিয়ে যাবে
অনলংকৃত কোনো কালো সমুদ্রে।
ফুসফুসে কালো জল,পাকস্থলীতে কালো জল।
অন্তিম নিশ্বাসে কালো জল।
>>>
বিষাক্ত জলস্তম্ভ কি দাঁড়িয়ে পড়েছে?
চারপাশে বৃক্ষনিধনের শব্দ। আঙিনায়
অ্যাসিড-বৃষ্টি, প্রান্তরে ছোট ছোট শিশুদের লাশ।
এদের হত্যা করেছে মা-বাবা-ভাই-বোন।
>>>
মৃত্যুর আতঙ্কে আমি নিশ্বাস পরীক্ষা করে দেখি
সেই কবে মরে পড়ে আছি- পাহাড়ের তলায়-
ক্রসফায়ারে- দূষিত বাতাসে- সংখ্যাতীত শিশুদের
লাশের আড়ালে আর মানুষের লালসায়।
____________________________________________________________________