সারাদেশে ২৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ রাজধানীসহ সারাদেশে ২৪৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনায়ও (রিভিউ) ফাঁসি বহাল প্রেক্ষিতে এবং জামায়াতের হরতালে বিশৃঙ্খলা বা নাশকতা রোধে বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
সূত্র জানায়, আদালতের রায়কে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশে যাতে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা সৃষ্টি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা জানান, কামারুজ্জামানের রায়কে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে রাজধানীসহ সারাদেশে ২৪৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।