ফরিদপুরে বাস দুঘর্টনাঃ নিহত ২৫
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী কৈডুবি এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ধুমড়ে-মুচড়ে যায়। এতে বাসের ২৫ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ২১ যাত্রী। ৮ এপ্রিল (বুধবার) দিবাগত রাত দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১০ জনের নাম জানা গেছে। তারা হলেন: সূর্য বেগম (৭০), মো. আফজাল (৪৮), হেলাল (৪০), মনিরুল ইসলাম (৩৫), আসমা বেগম (২৭), রেজাউল (২৩), শফিকুল ভূঁইয়া (২২), শাহীন সিকদার (২০), আকলিমা বেগম ও আমেনা।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, ঢাকা থেকে বরিশালগামী সোনারতরী পরিবহণের একটি বাস ঢাকা-বরিশাল হাইওয়ের কৈডুবি এলাকায় পৌঁছালে অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলে ১৯ যাত্রী নিহত হন এবং আহত হন ২৭ জন। পরে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে তিনজন এবং ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে আরো তিনজন মারা যান। নিহত ২৫ জনের মধ্যে ১৯ জনের লাশ ভাঙ্গা হাইওয়ে থানায়, তিনজনের লাশ ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং তিনজনের লাশ ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রাখা হয়েছে।