১১ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে আটক যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির নেতা সাখাওয়াত হোসেনের সহযোগী ১১ জন রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল ১২ মে (মঙ্গলবার) এ আদেশ দেয়। প্রসিকিউশনের আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেয়া হয়।
আসামিদের মধ্যে রয়েছেন- যশোরের মো. ইব্রাহিম হোসেন, মো. বিল্লাল হোসেন, মজিবুর রহমান, আব্দুল আজিম সরদার, কাজী ওয়াহেদুল ইসলাম, লুৎফর মোড়ল,আব্দুল খালেক মোড়ল, আকরাম হোসেন, ওজিয়ার মোড়ল, মশিয়ার রহমান। গ্রেফতারি পরোয়ানার আবেদনের ওপর শুনানি করেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন। প্রসিকিউটর শুনানিতে বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে তদন্ত করতে গিয়ে একই অপরাধে আরো ১১ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তাই আরো তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার করা প্রয়োজন।