আমিনা ইসলামকে সভাপতির পদ থেকে অপসারণ দাবি

আমিনা ইসলামকে সভাপতির পদ থেকে অপসারণ দাবি

নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সহকারী অধ্যাপক আমিনা ইসলামকে সভাপতির পদ থেকে অপসারণ দাবিতে একাট্টা হয়েছেন বিভাগের বাকি শিক্ষকরা। বৃহস্পতিবার রাতে এ বিষয়ে উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়ে শনিবার থেকে কর্মবিরতি শুরু করেছেন তারা। আমিনা ইসলামের বিরুদ্ধে শিক্ষকদের সম্মানহানি, অসৌজন্যমূলক ও প্রভুসূলভ আচরণ, অনিয়ম ও দুর্নীতি, শিক্ষকশিক্ষার্থীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন, স্বেচ্ছাচারিতা ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ এনেছেন তারা। এ দাবি কার্যকর করতে প্রশাসনকে তিন কর্মদিবস (মঙ্গলবার পর্যন্ত) আল্টিমেটাম দেয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে উপাচার্যের কাছে এ অভিযোগপত্র দেয়া হলেও শনিবার তা সাংবাদিকদের কাছে অবহিত করেন সংশ্লিষ্ট শিক্ষকরা।

জানা গেছে, গত ৯ মে রাতে রাজধানীর উত্তরায় বিভাগের সহকারী অধ্যাপক রাকিব আহমেদকে পুলিশ লাঞ্ছিত করলে এর প্রতিবাদে আন্দোলনে নামে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। এ সময় আমিনা ইসলাম আন্দোলনরত শিক্ষার্থীদের বহিষ্কারের হুমকি দিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়। শিক্ষকদের আন্দোলনে সমর্থন দেয়া নিয়ে শিক্ষার্থীদের এ উদ্যোগকে ভালো চোখে দেখেননি তিনি। বরং কিছু শিক্ষার্থীকে ভালো ফলাফলের প্রলোভন দেখিয়ে কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়ার অপতৎপরতা চালান তিনি।

অভিযোগপত্রে জানানো হয়েছে, তিনি কয়েকজন শিক্ষার্থীকে বলেছেন, ‘একবার শুধু লিখিত দাও, ওই টিচারদের আমি উড়িয়ে দেব’। এছাড়াও একাধিক শিক্ষার্থীকে তিনি বহিষ্কারের হুমকি দিয়েছেন বলেও জানিয়েছেন ভুক্তভোগীরা। নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী জানান, ‘তিনি হরহামেশাই আমাদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন। এছাড়াও সভাপতির প্রশ্রয়ে বিভাগের এক কর্মচারী বেপরোয়া আচরণ করেন বলেও দাবি করেছে ভুক্তভোগীরা।

নিজস্ব প্রতিনিধি