ফের ৭২৭ জন ভাসমান অভিবাসী উদ্ধার!

ফের ৭২৭ জন ভাসমান অভিবাসী উদ্ধার!

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ মিয়ানমার উপকূল থেকে ফের ৭২৭ জন ভাসমান অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। উদ্ধার হওয়া অভিবাসীদের ‘বাঙালি’ বলে দাবি করছে মিয়ানমার সরকার। নাগরিকত্ব বঞ্চিত করতে মিয়ানমারের রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে ‘বাঙালি’ বলে আসছে দেশটি।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, উদ্ধার অভিবাসীদের বেশিরভাগই রোহিঙ্গা বলে মনে করা হচ্ছে। স্বদেশে নিপীড়িত হয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার উদ্দেশে পাড়ি জমাতে চাইছিল তারা। সৃষ্ট অভিবাসী সংকটের প্রেক্ষিতে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যখন এ বিষয়ে আঞ্চলিক সম্মেলন চলছে, ঠিক তখনই এই অভিবাসী উদ্ধারের খবর এলো।

আন্তর্জাতিক ডেস্ক