শফিউল হকঃ নয়া সেনাপ্রধান
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ দেশের ১৫তম সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। তিনি সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার স্থলাভিষিক্ত হবেন। ১০ জুন (বুধবার) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আগামী ২৫ জুন তিনি চার তারকা জেনারেলের মর্যাদা নিয়ে তিন বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব নেবেন। এ বিষয়ে বুধবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৫ জুন জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার মেয়াদ শেষ হচ্ছে।
প্রসঙ্গত, ১৯৫৮ সালে জন্ম নেয়া আবু বেলাল ১৯৭৮ সালে সেনাবাহিনীতে যোগ দেন। তিনি ২০১৩ সাল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদমর্যাদায় পিএসওর দায়িত্বে ছিলেন। তার আগে তিনি ডিফেন্স সার্ভিস কমান্ড ও স্টাফ কলেজের কমান্ডেন্ট ছিলেন। আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের ভাই।