রমজানে সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত ব্যাংকঃ আড়াইটা পর্যন্ত লেনদেন
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আসন্ন প্রবিত্র রমজান মাসে ব্যাংকে লেনদেন চলবে দুপুর আড়াইটা পর্যন্ত। ১০ জুন (বুধবার) এক সার্কুলারের মাধ্যমে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, রমজান উপলক্ষে রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে ৪টা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লেনদেন হবে কেবল আড়াইটা পর্যন্ত। সার্কুলারে আরো বলা হয়, নামাজের জন্য দুপর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে। এ সময় অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেন নির্ধারণ করা যাবে।