কূটাভাস (অনুপমা অপরাজিতা)
~~~কূটাভাস~~~
—-অনুপমা অপরাজিতা—-
***********************************************************************************************
পিচপথ, খানাখন্দ অথবা মসৃণ পথ
পায়ে হেঁটে অথবা যানবাহন স্বপ্নরথ
মোবাইল ফোনেই জীবন।
এরই মাঝে খোয়াবনামা,
স্বপ্নের হাতছানি, সাঁঝে, বিহানবেলা,
ভরদুপুরেও বাদ পড়েনা
কখনো অভিজাত হাসিতে অচেনা
স্নানঘরের আবছায়া লুকিংগ্লাসে নিঃশব্দে
নিজেরই দ্বৈতসত্বা ভাসে নির্লিপ্ত আঁকাবুকিতে
মগ্নস্থপতির বেশে রাঙায়,
বিপন্ন করে তুফানের মতো এসে
ঝনাৎ শব্দে চোখের ভেতরে দৃষ্টি রেখে
পালতোলা নৌকোয় নদীটা যায় বেঁকে
নিশ্চিন্তে স্বপ্নের ফর্দ নিয়ে ওড়াউড়ি করে
সে যে কী বিষন্নতা অপলক ঝরে বিনুনির
পরতে পরতে নতুন কলকোলাহলে দিশাহারা
হয়ে দৌড়ায় সুরঙ্গ ধরে,
জলে, স্বপ্নরা বিভাজিত, এভাবে-সেভাবে, প্রতিপলে।
____________________________________________________________________