সাকা’র চূড়ান্ত রায়
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের রায় বহালের দাবিতে টানা পঞ্চম দিনের মতো শাহবাগে গণজাগরণ মঞ্চের গণঅবস্থান চলছে। ২৮ জুলাই (বুধবার) আপিল বিভাগে সালাউদ্দিন কাদেরের রায় প্রদানকে কেন্দ্র করে শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ। পূর্বঘোষণা অনুযায়ী মঙ্গলবার বিকাল ৪টায় মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগে অবস্থান নেয় এ সংগঠনের নেতাকর্মীরা।
শ্লোগান আর প্রতিবাদী গানের মধ্য দিয়ে শুরু হয় দিনের কর্মসূচি। শ্লোগানে শ্লোগানে তারা সালাউদ্দিন কাদেরের ফাঁসির রায় বহালের দাবি জানান। শাহবাগে স্থাপিত গণজাগরণ মঞ্চের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, গণঅবস্থান কর্মসূচি চলমান থাকবে। বুধবার রায়ের দিন সকাল ৮টা থেকে শাহবাগে অবস্থান নেবে গণজাগরণ মঞ্চ।
এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, ‘কুখ্যাত সালাউদ্দিন কাদের যে অপরাধ করেছে তাতে একশবার ফাঁসিও তার জন্য যথেষ্ঠ নয় বলে আমরা মনে করি। আমরা আশা করছি, আপিল বিভাগ এই কুখ্যাত মানবতাবিরোধী অপরাধীকে তার প্রাপ্য সাজাই দেবেন। আমরা এও আশা করছি, বাকি যে অপরাধগুলো প্রমাণিত হয়েছে কিন্তু মৃত্যুদণ্ডের রায় দেয়া হয়নি, সেগুলোতেও সাকা চৌধুরীকে মৃত্যুদণ্ডের রায় দেবেন আপিল বিভাগ। এই রায় হবে আইন ও ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে এক মাইলফলক।’
ইমরান এইচ সরকার আরও বলেন, ‘আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা চাই মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই বাংলাদেশের ওপর বিচারহীনতার যে অপসংস্কৃতি ভর করেছে, সব মানবতাবিরোধীর বিচার নিশ্চিত করার মাধ্যমে সেই অপসংস্কৃতির অবসান হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিচার বিভাগকে তার স্বাভাবিক গতিতে চলতে দিলে, কোনও ষড়যন্ত্রের মাধ্যমে বিচার প্রক্রিয়াকে প্রাভাবিত করার অপচেষ্টা করা না হলে, সব মানবতাবিরোধী তাদের প্রাপ্য সাজাই পাবে। আমরা ন্যায়বিচারের দাবি নিয়ে রাজপথে এসেছি, আমাদের ন্যায্য বিচার নিয়েই আমরা ঘরে ফিরে যাবো ইনশাল্লাহ।’ হুঁশিয়ারি উচ্চারণ করে ইমরান এইচ সরকার বলেন, ‘জনগণ সজাগ রয়েছে । আগামীকালের রায় নিয়ে কোনওরকম ষড়যন্ত্রের চেষ্টা করা হলে ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারির মতো আবারও সারাদেশের জনগণ রাজপথে নেমে আসবে এবং সব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিয়ে ন্যায্য বিচার নিয়েই ঘরে ফিরবে।’