গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ছে
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ গ্যাস ও বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। ২৭ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৪টায় রাজধানীর কারওয়ান বাজারে টিসিবি ভবনে এক সংবাদ সম্মেলনে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা দেয় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গ্রাহকপর্যায়ে গ্যাসের দাম ২৬ দশমিক ২৯ শতাংশ এবং বিদ্যুতের দাম ২ দশমিক ৯৩ শতাংশ বাড়ানো হয়েছে। এতে এক চুলা ব্যবহারকারীদের ৬০০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৬৫০ টাকা পরিশোধ করতে হবে। এখন এক চুলা ব্যবহারকারীদের ৪০০ টাকা এবং দুই চুলা ব্যবহারকারীদের ৪৫০ টাকা পরিশোধ করতে হচ্ছে। তবে সেচ ও ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীদের ক্ষেত্রে বাড়তি মূল্য দিতে হবে না।
আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্যাস-বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কার্যকর হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। গতকাল বুধবার প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারি এ সিদ্ধান্তের কথা বিইআরসিকে জানানো হয়। প্রয়োজন মনে করলে আগামী ডিসেম্বরে আবার গ্যাসের দাম বাড়াতে পারে সরকার।