১৩ সেপ্টেম্বর থেকে সিম কার্ড নিবন্ধন
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ মোবাইল সিম কার্ডের নিবন্ধন শুরু হবে আগামী ১৩ সেপ্টেম্বর (রবিবার) থেকে। আগামী তিন মাস নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। ৯ সেপ্টেম্বর (বুধবার) মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি।
তারানা হালিম বলেন, ‘যাদের সিম রেজিস্ট্রেশন করা আছে তাদেরও যাচাই করে দেখতে হবে সঠিকভাবে রেজিস্ট্রেশন করা আছে কি না। তারা যদি যাচাই না করে তাদের সিমও সাময়িক বন্ধ করা হবে। এরপর চূড়ান্তভাবে সিম বন্ধ করা হবে।’ তিনি বলেন, ‘রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে রবিবার তা গণমাধ্যমকে জানাবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রাণালয়।’ এ বিষয়ে শিগগিরই জাতীয় পরিচয়পত্র শাখার সাথে অপারেটরদের চুক্তি হবে বলেও তিনি জানান।