সৌদি আরবে ২ বাংলাদেশী নিহত
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ সৌদি আরবের জিজান প্রদেশে ইয়েমেনের সন্দেহভাজন হুতি বিদ্রোহীদের মর্টার হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কয়েকজন।
১৮ সেপ্টেম্বর (শুক্রবার) স্থানীয় সময় সকালে দেশটির ইয়েমেন সীমান্ত সংলগ্ন জিজানের সামতাহ জেনারেল হাসপাতাল এলাকায় এ হামলার ঘটনাটি ঘটে। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহর বরাত দিয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাঁর ফেসবুক পেইজে হামলায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুই বাংলাদেশী হলেন, টাঙ্গাইলের নুরু ও ব্রাহ্মণবাড়িয়ার বাতেন। তারা জিজান এলাকায় সামতাহ জেনারেল হাসপাতালে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কর্মরত ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মর্টারের গোলায় হাসপাতালটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে সৌদি সরকার প্রতিবেশি ইয়েমেনের বিদ্রোহী হুতি সম্প্রদায় অধ্যুষিত এলাকায় টাকা বিমান হামলা চালিয়ে আসছে। আজকের এই মর্টা তারই প্রতিশোধ কি না তা জানা যায়নি।