কষ্টগুলো (রেবেকা ইসলাম)

কষ্টগুলো (রেবেকা ইসলাম)

 

ছবি: রেবেকা ইসলাম।

~~~~কষ্টগুলো~~~~~
—- রেবেকা ইসলাম—–
*********************************************************************************************

আমার মনের মেঘ জমা কিছু কিছু কষ্ট
মাঝে মাঝে বৃষ্টি হয়ে ঝরে যায়
কখনো ফোঁটায় ফোঁটায় কখনো অঝোরে
এই বুকের বোঝাকে হালকা করে
মিশে যায় মাটির অন্তর্হিতে
মাটিকে করে উষ্ণ ,গলিত
ওই যে কলকল নদীটি বইছে
ওখানেও মিশে আছে উষ্ণ ফোঁটাগুলো
দ্রবীভূত হয়ে গেছে লক্ষ জলকণার সাথে
নয় অসহিষ্ণু , ধীরে ধীরে বয়ে চলেছে।

>>>

আবার কিছু কষ্ট বুকে জমাট বেঁধেই থাকে
যেন শত সহস্র বছরের সৃষ্টি উত্তর মেরুর
পাহাড়ের কোন চূড়ায় বসে আছে
অন্ধকার ,অস্পষ্ট ,ক্ষীণালোক , অভিমানী
আলোর সাথে তার বড্ড অভিমান
যুগ যুগ ধরে থেকে যাবে
নীলাভ এক অবর্ণনীয় আবহে
নীরবে , নিভৃতে , একাকী , নির্জনে
আর বাড়িয়ে চলবে বুকের ব্যথা
ক্রমাগত , প্রতিনিয়ত ,নিরন্তর , অবিরাম।
_____________________________________________________________

অতিথি লেখক