আমারই চেতনার একাংশ

আমারই চেতনার একাংশ

 

ছবি: ফারহানা খানম।

~~আমারই চেতনার একাংশ~~

——-ফারহানা খানম——-

*****************************************************************************************

জখমটা কতোখানি গভীর ছিল

বুঝিনি দেখেছি শিশির আর

রক্তে মাখামাখি আধখানা হৃদপিণ্ড

পরে আছে পাতার নকশী কাটা ঘাসে।

ওর ক্ষীণ স্পন্দনে তখন না বলা কথাদের

মৌন মিছিল বাতাসে দীর্ঘশ্বাস!

>>>
অপুর্ন ইচ্ছেরা ছবি আঁকে বন প্রজাপতির ডানায়;

ও কেউ নয় আমিই,

শুয়ে আছি ঘাসে ওপরে নীলাকাশ।

থমকে দাঁড়াই

হ্যাঁ এ আমারই সংযোজিত

নতুন অঙ্গের পুরনো

অনুষঙ্গ যাকে ফেলে এসেছি

জমাট অন্ধকারে,

পরে থাকা স্বত্বাটি নিবিড় ডাক দ্যায়,

মন টানে যে আমারই

চেতনার একাংশ পড়ে আছে বিস্তির্ন প্রান্তর …

>>>
জখমটা কতোখানি গভীর ছিল বুঝিনি

দেখেছি শিশির আর রক্তে

মাখামাখি আধখানা হৃদপিণ্ড পরে আছে

পাতার নকশী কাটা ঘাসে।

>>>
ওর ক্ষীণ স্পন্দনে তখন না বলা

কথাদের মৌন মিছিল বাতাসে দীর্ঘশ্বাস!

অপুর্ন ইচ্ছেরা ছবি আঁকে বন প্রজাপতির ডানায়;

ও কেউ নয় আমিই,

শুয়ে আছি ঘাসে ওপরে নীলাকাশ।

থমকে দাঁড়াই হ্যাঁ

এ আমারই সংযোজিত নতুন অঙ্গের

পুরনো অনুষঙ্গ

যাকে ফেলে এসেছি জমাট অন্ধকারে,

জখমটা কতোখানি গভীর ছিল বুঝিনি

দেখেছি শিশির আর রক্তে মাখামাখি আধখানা হৃদপিণ্ড

পরে আছে পাতার নকশী কাটা ঘাসে।

ওর ক্ষীণ স্পন্দনে তখন না বলা কথাদের

মৌন মিছিল বাতাসে দীর্ঘশ্বাস!

অপূর্ন ইচ্ছেরা ছবি আঁকে বন প্রজাপতির ডানায়;

ও কেউ নয় আমিই,

শুয়ে আছি ঘাসে ওপরে নীলাকাশ।

থমকে দাঁড়াই হ্যাঁ এ আমারই সংযোজিত

নতুন অঙ্গের পুরনো অনুষঙ্গ

যাকে ফেলে এসেছি জমাট অন্ধকারে,

পরে থাকা স্বত্বাটি নিবিড় ডাক দ্যায়,

মন টানে যে আমারই চেতনার

একাংশ পড়ে আছে বিস্তির্ন প্রান্তরে…

ডাক দ্যায়, মন টানে যে আমারই চেতনার

একাংশ পড়ে আছে বিস্তির্ন প্রান্তরে…

___________________________________________________________________

অতিথি লেখক