ঈদে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে র্যাব
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ জাতীয় ঈদগাহ ময়দানসহ সারা দেশে যেসব জায়গায় ঈদের জামাত হবে সেসব স্থানে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
২৩ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে রাজধানীতে জাতীয় ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ। এ সময় সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি।
তিনি বলেন, ‘ঈদের প্রধান জামায়াত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এখানে রাষ্ট্রপতিসহ দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও মুসল্লিরা নামাজ আদায় করবেন। ঈদগাহের নিরাপত্তায় সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি করা হবে। র্যাবের ডগ স্কোয়াড, বোম ডিস্পোজাল ইউনিট থাকবে। ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। এখানে সাদা পোশাকেও র্যাব-পুলিশ থাকবে। এ ছাড়াও র্যাবের স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স থাকবে।’
বেনজীর আহমেদ বলেন, ‘জাতীয় ঈদগাহ ছাড়াও দেশের বিভিন্ন এলাকার ঈদগাহ ও মসজিদগুলোতে ঈদের নামাজ হবে। এসব স্থানেও স্থানীয় নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি র্যাব সদস্যরা নিরাপত্তা দেবে।’ র্যাবের এ শীর্ষ কর্মকর্তা আরো বলেন, ‘ঈদে জনসাধারণের নিরাপত্তায় র্যাব সবসময় নিয়োজিত রয়েছে। বিভিন্ন বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনাল এবং গরুর হাটের নিরাপত্তায় র্যাব সদস্যরা নজরদারি করছে। আবহাওয়ার কারণে কিছুটা সমস্যা হচ্ছে। গরুর হাটগুলোতে পরিস্থিতি স্বাভাবিক আছে।’