ব্রিটিশ আমলের আইন সংশোধন করা হবেঃ প্রধান বিচারপতি
সাতক্ষীরা প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ আইনের শাসন প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিত এবং মামলাজট কমাতে বিচারকদের নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। ১২ অক্টোবর (সোমবার) রাতে সাতক্ষীরা সার্কিট হাউজে বিচার বিভাগীয় সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিচার বিভাগের কর্মকর্তাদের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন তিনি। সাতক্ষীরা জেলা জজশিপ এ সন্মেলনের আয়োজন করে।
প্রধান বিচারপতি বলেন, দেশের সব বিচার বিভাগের কার্যক্রম আধুনিকায়নের কাজ হাতে নেয়া হয়েছে। এখন থেকে সরকারি জলমহাল ও বালুমহালসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় কোয়াসমেন্ট হয়ে থাকলে, তা বিচারের জন্য কার্যতালিকায় আনতে দ্রুত পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন তিনি।
এস কে সিনহা কল্যাণকর রাষ্ট্রের জন্য ব্রিটিশ আমলের আইন সংশোধন করে আধুনিক ও সময়োপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। আদালতে ই-লাইব্রেরি কার্যক্রম হাতে নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এখন থেকে মামলার রায় ও নকল দ্রুত বিচার প্রার্থীদের চাহিদা অনুযায়ী সরবরাহ করতে হবে।