শীঘ্রই দেশে আসছে ফোর-জি
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) বিদায়ী চেয়ারম্যান সুনীল কান্তি বোস জানিয়েছেন, চতুর্থ প্রজন্মের (ফোর-জি) মোবাইল সেবার জন্য গাইডলাইন তৈরি হয়েছে। শিগগিরই এ সেবা পাওয়া যাবে।
২১ অক্টোবর (বুধবার) বিটিআরসি ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। এ সময় বিটিআরসির ভাইস চেয়ারম্যান আহসান হাবীব খান, সচিব সরওয়ার আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
সুনীল কান্তি বোস বলেন, উন্নত সেবার জন্য বাড়তি তরঙ্গ প্রয়োজন। ২০১৬ সালে তরঙ্গ (স্পেকট্রাম) বরাদ্দের ঘোষণা দেয়া হবে। ফোর জি এবং এলটিই (লং টার্ম এভিলিউশন) দ্রুত আসবে। কল ড্রপের বিষয়ে তিনি বলেন, মুঠোফোনে কথা বলার সময় কল ড্রপ হলেও দেশে তা এখনো সহনীয় পর্যায়ে আছে। কল ড্রপের সমস্যা বাংলাদেশের চেয়ে পার্শ্ববর্তী দেশে বেশি হচ্ছে।