চল বদলে ফেলি (রেবেকা ইসলাম)

চল বদলে ফেলি (রেবেকা ইসলাম)
ছবি: রেবেকা ইসলাম।

~~~চল বদলে ফেলি~~~

—- রেবেকা ইসলাম—-

*********************************************************************************************

চল বদলে ফেলি

পাল্টে দেই চিরচেনা রূপকে

তরল করে ফেলি জমাটবদ্ধ ধারণাকে

নতুন করে গড়ি পুরনোকে বাদ দিয়ে

চারিদিকে আজ অত্যাচারিতের হাহাকার

ক্ষোভ, আহাজারি, গোঙানি

ধর্ষিতার চিৎকার এতিমের কান্না

চল বৃষ্টির মাতাল রিমঝিম শব্দে মিলিয়ে দেই

ওই বুক ফাটা আর্তনাদ বিলাপ , ক্রন্দন।

>>>
বাতাসে বারুদের গন্ধ

চারিদিকে রক্তের তিক্ত স্বাদ

চল আনাচে কানাচে গড়ে তুলি পুষ্পবাগান

ফুলের পাগলিনী সৌরভে

তীব্র আমেজে অপরূপ সৌন্দর্যে

হারিয়ে যাক বিস্বাদের ভেপসা বমন স্মৃতি

মিলিয়ে যাক নাকচাপা গন্ধ

চল গড়ে তুলি এক নতুন যাপিত সমাজ

শক্ত ,আঁটসাঁট বাঁধানো

নতুন ছবির ফ্রেম।

____________________________________________________________________

অতিথি লেখক