জাগৃতি প্রকাশনীর দীপনকে কুপিয়ে হত্যা
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ শুদ্ধস্বরের তিন প্রকাশক ও লেখকের ওপর হামলার চার ঘণ্টা পর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজ কার্যালয়ে প্রকাশক ফয়সাল আরেফিন দীপনকে (৩৬) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অভিজিত রায়ের বইয়ের প্রকাশক ছিলেন দীপন।
৩১ অক্টোবর (শনিবার) বিকাল পাঁচটার সময় নিজ অফিসে তাকে কুপিয়ে চলে যায় দুর্বৃত্তরা। পুলিশ তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাতটার সময় তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রেখেছেন।
নিহতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আবুল কাশেম জানান, শনিবার বিকাল পাঁচটার সময় দীপন তার আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলার অফিসে বসে কাজ করছিল। ওই সময়ে কয়েকজন দুর্বৃত্ত তার মাথা মুখম-লসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ঘরের শার্টার বন্ধ করে চলে যায়। পরে মার্কেটের সেক্রেটারি বাহির থেকে রক্ত দেখে পুলিশকে সংবাদ দেয়। শাহবাগ থানার পুলিশ সন্ধ্যা পৌনে ছয়টার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. রিয়াজ মোর্শেদ তাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. আবুল কাশেম জানান, শনিবার বিকাল পাঁচটার সময় দীপন তার আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলার অফিসে বসে কাজ করছিল। ওই সময়ে কয়েকজন দুর্বৃত্ত তার মাথা মুখম-লসহ শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে ঘরের শার্টার বন্ধ করে চলে যায়। পরে মার্কেটের সেক্রেটারি বাহির থেকে রক্ত দেখে পুলিশকে সংবাদ দেয়। শাহবাগ থানার পুলিশ সন্ধ্যা পৌনে ছয়টার সময় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ডা. রিয়াজ মোর্শেদ তাকে মৃত ঘোষণা করেন। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।