কানাডার নতুন হাইকমিশনার মিজানুর রহমান

কানাডার নতুন হাইকমিশনার মিজানুর রহমান

এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ কানাডায় বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে কূটনীতিক মিজানুর রহমান। তিনি বর্তমান হাইকমিশনার কামরুল আহসানের স্থলাভিষিক্ত হবেন। ২ নভেম্বর (সোমবার) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় জানানো হয়, কূটনীতিক মিজানুর রহমান ১৯৮৫ সালে বিসিএসের বৈদেশিক ক্যাডারে যোগ দেয়ার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বি-পাক্ষিক ও কনস্যুলার) হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে, কূটনীতিক মিজানুর রহমান মিশর ও নেদারল্যান্ডস-এ রাষ্ট্রদূত হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এ ছাড়া তিনি বাংলাদেশের পক্ষে কলম্বো, মস্কো ও ম্যানচেস্টারে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে উচ্চতর ডিগ্রি অর্জন করা মিজানুর রহমান দুই সন্তানের জনক।

এসবিডি নিউজ ডেস্ক

Related articles