ইচ্ছের কথাগুলো (রওশন হাসান)

ইচ্ছের কথাগুলো (রওশন হাসান)

~~ইচ্ছের কথাগুলো~~
—-রওশন হাসান—-

*********************************************************************************************

আজ নীরব এই সবুজ প্রান্তরে

একাকী আকাশ দেখি আর

প্রশ্ন রাখি বাতাসের কানে কানে

শূন্যতার শূন্য মনে পুস্পদের বিরহ বদনে

আজ কোন বিশেষ দিন নয় যদিও

ছিলো হৃদয়ে হৃদয়ে পরাজয়

সুধাই তাই ভালো আছো তো তুমি?

যখন তুমি এসেছিলে পাখিরা জাগেনি

ফুলেদের ঘুম ভাঙেনি, তাই কলিদের কাছে ফুল চাওয়া হয়নি

সেদিন তবে আশা ছিলো অন্তলীন বুঝি তাই অশ্রুরা মুখ লুকায়

রাতের শরীরে শুকায় অপলক অনুপমা চোখদুটো চেয়ে থাকে

চাঁদের স্নিগ্ধতা মাখে দৃষ্টির অববাহিকায় গোধূলির সোনালী পেয়ালা চুমি।

আবার যদি হয় কখনও সরব ভোরের পাখিদের কলরব

যদি হয় তোমার প্রেমরুপ বিভাব আমার ইচ্ছেগুলো তাই

জমিয়ে রাখি শাদা জোৎস্নার শিয়রে জাগি কাঁকনের রিনিঝিনিতে

তারাদের ডাকি কথাদের স্বরলিপি গানের আড়ালে রাখি

রোদ ঝিলিকের ঝিনুকটাতে কান পেতে থাকি অরুন্ধতী

মেঘে অভিমানের নক্ষত্র আঁকি তুমি আসবে বলে স্বপ্নসৌধ

গড়ি ইচ্ছের ফল্গুধারায় যদি আসে পথ

চাওয়া ফাগুনের সেই অনিন্দ্য মৌসুমী।

______________________________________________________________

অতিথি লেখক