৪৪তম সংবিধান দিবস
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ৪৪তম সংবিধান দিবস বুধবার। ১৯৭২ সালের এই দিনে (৪ নভেম্বর) সংবিধান জাতীয় সংসদে গ্রহণ করা হয়। একই বছরের ১৬ ডিসেম্বরের বিজয় দিবস থেকে সংবিধান কার্যকর হয়। সংবিধান বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন।
দিবসটি উপলক্ষে ‘বাংলাদেশ ইনস্টিটিউট অব কনস্টিটিউশনাল স্টাডিজ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে। আর সি মজুমদার মিলনায়তনে বেলা আড়াইটায় অনুষ্ঠান শুরু হবে।
সৈয়দ আবুল মকসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করবেন সংবিধান বিশেষজ্ঞ ও প্রথম আলোর যুগ্ম-সম্পাদক মিজানুর রহমান খান এবং ‘সহজ ভাষায় বাংলাদেশের সংবিধান’ বইয়ের লেখক ও সুপ্রীম কোর্টের এ্যাডভোকেট আরিফ খান। অনুষ্ঠানটি আগ্রহী সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছেন আয়োজকরা।