ফ্রান্সে জরুরি অবস্থা জারি
নীলিমা ব্যানার্জি,এসবিডি নিউজ24 ডট কমঃ ফ্রান্সের রাজধানী প্যারিসে ১৩ নভেম্বর (শুক্রবার) রাতে রেস্তোরাঁ, বার, কনসার্ট হলসহ অন্তত ৬টি স্থানে প্রায় একই সময়ে চালানো সন্ত্রাসী হামলায় অন্তত ১২৭ জন নিহত হবার পর ইসলামিক স্টেট এক বিবৃতি দিয়ে বলেছে, তারাই এ হামলা চালিয়েছে। আটজন আক্রমণকারীও নিহত হয়েছে – এর মধ্যে সাতজন নিজেরাই আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের মৃত্যু ঘটায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথমবারের মতো ফ্রান্সে জরুরি অবস্থা জারি করা হয়েছে, সব স্কুল-কলেজ-পর্যটনস্থান বন্ধ করে দেয়া হয়েছে।
ঘটনার একদিন পর দায় স্বীকার করে ১৪ নভেম্বর(শনিবার) একটি ভিডিওবার্তা প্রকাশ করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামি স্টেট (আইএস)। ভিডিওবার্তায় সিরিয়ায় আইএস যোদ্ধাদের লক্ষ্য করে ফ্রান্সের বোমা হামলা বন্ধ না হলে আরো হামলা চালানোর হুমকী দেয়া হয়েছে। জঙ্গিগোষ্ঠীটির বৈদেশিক গণমাধ্যম আল-হায়াত মিডিয়া সেন্টারে প্রকাশিত ভিডিওতে ফ্রান্সে থাকা মুসলমানদেরও হামলা চালিয়ে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়।
ফরাসী প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ বলেছেন, এই আক্রমণ চালিয়ে তার দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে।