কলঙ্কের ভালবাসা (ফারহানা খানম)

কলঙ্কের ভালবাসা (ফারহানা খানম)

 

ছবি: ফারহানা খানম।

~~~কলঙ্কের ভালবাসা~~~

——-ফারহানা খানম——-

*****************************************************************************************

আলোছায়ার খেলা শুরু হতেই নিভে যায়

স্ট্রীট লাইটগুলো নাগরিক কোলাহল

শুরু হতে তখনো কিছু সময় বাকী এখানে

সকাল আসে রোদের নৌকোয় চড়ে

ব্যালকনি জুড়ে বনসাই শীর্ন মানিপ্ল্যন্টজুড়ে

তীব্র অবহেলা দিনভর বিকোয় সবুজ আভা

তারই মাঝে দাঁড়িয়ে থাকে সে দেখে

পুবের আকাশ খানিকটা আভা কপোল

চুয়ে চুয়ে নামে অশ্রু অশ্রুত কান্না ভাসে হাওয়ায়।

রাতে নক্ষত্ররা উজ্জ্বল হলে নিভে যায়

অট্টালিকার এক একটা আলো

সেই অন্ধকারে শুরু হয় মেলোড্রামা

অমিমাংসিত নাটকের শেষ দৃশ্য অভিনীত

হবার পর অভিনয়ে পটু পাত্র পাত্রীরা

অন্তর্দদ্বের সীমানা পেরিয়ে মেতে ওঠে বিদ্রুপে

একে অপরের কেচ্ছা কাহিনী বলে যায়

অবলীলায় আর নিঃশব্দ অন্ধকারে অতি

সন্তর্পনে কেউ কেউ লুফে নেয় এই গোপন গল্প।

ফের ধীরে লয়ে ভোর আসে আসে

আরেক নতুন সকাল একই নিয়মে

আর একটা দিনের শুরু শুধু পাণ্ডুলিপিটা

একই রয়ে যায় একই থাকে অভিনয়ের

রীতি শুধু কোন কোন রাতে নাটকটা মঞ্চায়িত হয়

সম্পুর্ন নতুন আবহে কলঙ্ক তাকে খুব ভালবাসে।

___________________________________________________________________

 

অতিথি লেখক