প্রশাসনের যুগ্মসচিব পর্যায়ে রদবদল
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ প্রশাসনের যুগ্মসচিব পর্যায়ে ১৭ নভেম্বর (মঙ্গলবার) বেশ কিছু রদবদল হয়েছে। দুটি পৃথক সার্কুলারে মোট ২১ জন যুগ্নসচিবকে বদল করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনকে ওএসডি আবার কয়েকজন ওএসডি কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। তারা হচ্ছেন-
**যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব জাকির আহমেদকে ধর্ম মন্ত্রণালয়ে;
**বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য সুষেন চন্দ্র রায়কে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি);
**জাতীয় কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড সদস্য নাসিম উদ্দিনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে;
**বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মো. কাওসারকে বিদ্যুৎ বিভাগে সংযুক্তি;
**বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার মহাপরিচালক আশরাফ হোসেনকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত;
**জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক আবদুর রহিম ভূইয়াকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা;
**বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমানকে স্বাস্থ্য অর্থনীতি ইউনিটে দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে।
**এছাড়া বাংলাদেশ ক্ষ্রুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) পরিচালক মনসুর রাজা চৌধুরীকে বিসিআইএস এর সদস্য;
**সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের যুগ্মসচিব আলাউদ্দিন ফকিরকে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য;
**বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামালকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) পরিচালক;
**বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব হাবিবুর রহমানকে বিসিকের পরিচালক;
**শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফয়জুর রহমানকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সচিব;
**চিফ এস্টেট অফিসার বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম কামরুল আমিনকে বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষের সদস্য;
**বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) কাজী আবুল কালামকে জাতীয় কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ডের সদস্য;
**বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) জাফর উল্লাহকে জাতীয় মানবাধিকার কমিশন পরিচালক; বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) আমান উল্লাহকে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের পরিচালক;
**বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) মোহাম্মদ নাসির উদ্দিনকে বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক;
**বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) শাহাদত হোসেনকে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) সদ্য করা হয়েছে।