নতুন আইন প্রনয়ণের পক্ষে সরকার

নতুন আইন প্রনয়ণের পক্ষে সরকার

বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নিস্পত্তি হওয়া ইস্যুগুলো নিয়ে বিতর্ক তোলা কিংবা তাকে প্রশ্নবিদ্ধ করা বন্ধ করতে নতুন আইন প্রনয়ণের পক্ষে সরকার। আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক জানিয়েছেন, মুক্তিযুদ্ধ প্রশ্নে যেধরনের বিতর্ক করা হচ্ছে তাতে এখন এ ধরনের আইনের প্রয়োজন হয়ে পড়েছে।

স্বাধীনতার ৪৪ বছর পর মহান মুক্তিযুদ্ধে কতজন আত্মাহুতি দিয়েছেন, শহীদ হয়েছেন সেই সংখ্যা নিয়ে বিতর্ক তুলেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। এ ঘটনায় দেশ-বিদেশসহ বিভিন্ন ফোরাম থেকে নিন্দার ঝড় যেমন ওঠেছে, তেমনি আইন করে শাস্তিরও দাবি ওঠেছে।

কোনো দেশের গণহত্যা কিংবা যুদ্ধাপরাধের মতো ঘটনা ঘটলে ওই ঘটনার ব্যাপকতা কমিয়ে দেখানো, যুদ্ধ জয়ের গৌরব ম্লান করা, খাটো করে দেখার মতো ঘটনা ঠেকাতে রয়েছে হলোকাস্ট ডিনায়েল এ্যাক্ট। স্বাধীনতার ইতিহাস বিকৃতি ঠেকাতে বাংলাদেশও চায় এমন আইন জানিয়েছেন আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক। সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত মনে করছেন, নিদিষ্ট কোন আইন করার আগেও ইতিহাস বিকৃতিতে শাস্তি দেয়া সম্ভব।

ইতিহাস বিকৃতি আর গণহত্যা নিয়ে বিতর্ক ঠেকাতে অস্ট্রিয়া, জার্মানি, বেলজিয়াম, ফ্রান্সসহ বেশ কয়েকটি দেশে পৃথক ভাবে কিংবা সংবিধানের ধারায় যুক্ত রয়েছে হলোকাস্ট ডিনায়েল এ্যাক্ট।

বিশেষ প্রতিনিধি