সন্ন্যাস (ফারহানা খানম)
~~~সন্ন্যাস~~~
——-ফারহানা খানম——*****************************************************************************************
লাজরাঙা ইচ্ছেগুলো উড়াল দিল যেন ঘাসফড়িং!
হৃদয়ের দোলাচলে এক গভীর অনুভব
যখনই চারদেয়ালের ঘেরাটোপে
মুখ থুবড়ে পড়লো তুমি বললে
ইমশেনাল ডিসটার্বেন্স
আমি দেখলাম ভায়োলেন্স!
ভাবছি ইছে সুখে এই শহরে
কোথায় উড়াল দেবে মন?
গ্র্যান্ডফাদার ক্লকের টিক টিক
শব্দ যেন অশনি সংকেত!!
দুর্বিসহ শঙ্কায় কেঁপে উঠি
ফুরিয়ে যাচ্ছে উচ্ছল দিন।
দেখ !কেমন রোদ্দুরে ভেজা সকাল।
উঠোনময় হলুদ পাতা!
কচি দুর্বার বুকে রুঢ় বৃশ্চিকের দল!
ক্রমশ সরে যায় প্রার্থিত সুন্দর!
আদর্শের সাথে ইচ্ছের অনিবার্য সংঘাত,
গৃহী জীবনে সহসা স্বপ্ন আনে সন্ন্যাস
অযথাই অমসৃণ তুলোট কাগজে রঙিন
সব অয়েল পেইন্টিং এর চেষ্টা!
___________________________________________________________________