বন্ধনহীন বন্ধন (অনুপমা অপরাজিতা)
~~বন্ধনহীন বন্ধন~~
—অনুপমা অপরাজিতা—
*****************************************************************************************
ভুল যবে ভাঙবে তোমার
এসো শীতের ঘ্রাণ মেখে
কোনো এক হেমন্তের
শিশির ভেজানো সন্ধ্যেবেলায়
তোমার পায়ের শব্দে
খ’সে পড়বে অস্পষ্ট আঁধার
ধ্রুব তারাটি চেয়ে থাকবে
কেয়ার মর্মর গন্ধবিলাসে
বীণার তারে তারে
যবে অনন্ত আকাশ
অনাড়ম্বর আয়োজনে
অাগমণীর সুরে উন্মুখ
তোমার পরিচয় মুছে ফেললেও
আমি তোমায়
উষ্ণতার চাদরে জড়িয়ে
প্রসারিত হাতে ছুঁয়ে দেবো
এন্টিস্যাাপটিক আলিঙ্গনে !
______________________________________________________________