এইটুকু থাক (নূর কামরুন নাহার)

এইটুকু থাক   (নূর কামরুন নাহার)
ছবি: নূর কামরুন নাহার।

~~~এইটুকু থাক~~~
 –নূর কামরুন নাহার–
********************************************************************************************

( সাভারের রানাপ্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণে উৎসর্গকৃত)

********************************************************************************************

এইটুকু থাক
এই স্মৃতিচিহ্ন, রক্তের দাগ।
ছেঁড়া শাড়ির আঁচল, নাকফুল,বেলোয়ারি চুড়ি
খোঁপার কাঁটা, নুপুর শোভিত পা, মেহেদী রাঙানো নখ,
ছিন্ন টুকরো হাত,এইটুকু থাক।
>>>

এইটুকু থাক,
গভীর নিবিড় আলিঙ্গন, যুগল-জীবন ছবি
বেঁচে থাকার আনন্দ নীল ধ্বনি, চকচকে দৃঢ় মণি।
স্বপ্নের সাথে সাহসের সহবাস।
কামিজে আঁকা কারুকাজ, নকশি তোলা রুমাল
প্রাণের কিন্নর কলরব, অগণিত স্বপ্নের চাষ
এইখানে থাক।
পড়ে থাক জীবনের এইসব চিহ্ন এলোমেলো।
>>>

মৃত্যু গন্ধ থাক আমাদের সুশোভিত ড্রইংরুমে
আলোকিত ঝাঁড়বাতির নিচে থাক ভুঁতুড়ে অন্ধকার।
সুস্বাদু ডাইনিং টেবিলে থাক পঁচা মাংসের ঝোল।
আলিশান মার্বেল মেঝেতে থাক কালশিটে রক্তের ছোপ।
গলিত লাশ শুয়ে থাক আমাদের বেডরুমে,
নরম সফেদ বিছানায়।

_________________________________________________________________

অতিথি লেখক