ঢাকনা ছাড়া ম্যানহোলের সঠিক তথ্য দিলে পুরস্কার
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ঢাকা শহরে দাগ ছাড়া স্পিডব্রেকার ও ঢাকনা ছাড়া ম্যানহোল বেশি সংখ্যক সঠিক রিপোর্ট করতে পারবেন, তাদের মধ্যে তিনজনকে একটি করে বাইসাইকেল পুরস্কার দেয়া হবে। ‘রোড সেফটি ঢাকা’ নামে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারকারী ‘সাইক্লিস্ট ও বাইকারদের’ জন্য এই পুরস্কার ঘোষণা করেছে বেসরকারি সংস্থা ব্র্যাক। ২৩ মে (রোববার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার ব্র্যাক সেন্টারে এক অনুষ্ঠানে অ্যাপটির উদ্বোধন করা হয়। নতুন অ্যাপ নিয়ে জুনের মাঝামাঝিতে তিন মাসের ক্যাম্পেইন শুরু করা হবে বলেও জানানো হয়েছে। ‘রোড সেফটি ঢাকা’ অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে-স্টোর থেকে।
ব্র্যাক ও সাইক্লিস্ট কমিউনিটি সংগঠন ‘বিডি সাইক্লিস্ট’ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে দেশের ৬০ জন ‘সাইক্লিস্ট ও বাইকার’ অংশ নেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের স্ট্রাটেজি, কমিউনিকেশন অ্যান্ড এমপাওয়ারমেন্ট কর্মসূচির ঊর্ধ্বতন পরিচালক আসিফ সালেহ, অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের কর্মসূচি সমন্বয়ক সদরুল হাসান মজুমদার, ‘বিডি সাইক্লিস্ট’-এর মডারেটর আরিফুর রহমান খান ও মাহমুদ খান।