৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন (রোববার)। ১৯৭২ সালে জাতিসংঘের মানবিক পরিবেশ সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর সারা বিশ্বের ১০০টিরও বেশি দেশে ৫ জুন এ দিবস পালিত হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা ধরনের কর্মসূচি পালন করবে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ বণ্যপ্রাণী ও পরিবেশ , বাঁচায় প্রকৃতি বাঁচায় দেশ।’
পরিবেশবাদীদের মতে, বাংলাদেশের প্রকৃতির অন্যতম উপাদান বন ও বন্যপ্রাণী। বিভিন্ন অঞ্চলের বন ও বন্যপ্রাণী মিলে গড়ে উঠেছে নানা ধরনের প্রতিবেশ ব্যবস্থা। গড়ে উঠেছে প্রাণ-প্রাচুর্যে ভরপুর সবুজ-শ্যামল বাংলাদেশ। বন ও বন্যপ্রাণী ক্ষতিগ্রস্ত হলে পরিবেশ – প্রতিবেশ ব্যবস্থার ওপর নেমে আসে বিপর্যয়।
প্রকৃতিতে এদের ভূমিকা সম্পর্কে সঠিক জ্ঞানের অভাবে প্রতিনিয়ত বন ও বন্যপ্রাণী ধ্বংস হচ্ছে। বন ধ্বংস, অবৈধ বন্যপ্রাণী শিকার, দারিদ্র, অপরিকল্পিত নগরায়ন, শিল্পকারখানার দূষণ-এ বাংলাদেশের পরিবেশ আজ বিপর্যস্ত। বনভূমি উজাড়ের পাশাপাশি হারিয়ে যাচ্ছে বন্যপ্রাণী। এর সঙ্গে যুক্ত হয়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ উপলক্ষে পরিবেশ অধিদফতর ও সমকাল যৌথভাবে গোল টেবিল বৈঠকের আয়োজন করেছে । রাজধানীর সিরডাপ মিলনায়তনে রোববার সকাল ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন। সভাপতিত্ব করবেন দৈনিক সমকালের সম্পাদক গোলাম সারোয়ার। এছাড়া পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) রোববার সকাল ১১টায় সংগঠনটির কার্যালয়ে ‘ বাংলাদেশের পরিবেশ সংরক্ষণে বন ও বন্যপ্রাণীর ভূমিকা- শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করেছে। পাশাপাশি বিকাল ৪টায় মিরপুর হযরত শাহ আলী মডেল হাই স্কুলে শিশু-কিশোর চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজনও করেছে সংগঠনটি।