কেমন ছিল সেদিনগুলো (শামীম আরা চৌধুরী)

কেমন ছিল সেদিনগুলো (শামীম আরা চৌধুরী)

~~~কেমন ছিল সেদিনগুলো~~~
—–শামীম আরা চৌধুরী——
**************************************************************************************************

ছবি: শামীম আরা চৌধুরী।

 **************************************************************************************************

সেই-ই যে সেদিন। মনে পড়ে, যখন
আমি আমার ছিলাম।
কেউ জানেনা কেমন ছিল সেদিনগুলো।
নদীতে খুব ভাঙন ছিল,
আকাশ ভরা আগুন ছিল।
বাতাস ছিল মাতাল করা।
রোদ্রগুলো গায়ের উপর জ্বালা দিত।
ওই নদীতে গা ভিজাতাম।
ভুলের রোদে ঘুরে ঘুরে ভেজা কাপড়
কখন যেন সুখিয়ে যেতো,
পায়ের ক্ষতে হাত বুলাতাম।
ইচ্ছাভেলা ভাসিয়ে দিতাম রতনপুরের
নীল আকাশে। জারুল গাছের ডালের ফাঁকে নাটাই
ছাড়া যে ঘুড়িটা উড়িয়ে ছিলাম,
লাল বেগুনী, সেই ঘুড়িটা আজও আছে।
কেউ জানে না। কেউ আনে না।
একাই থাকে মস্ত ডালে। জীবন আ্মার সুখের ছিল।
>>>

কেউ জানেনা কেমন ছিল সেদিনগুলো।
একলা পথে পা ফেলেছি ওলট পালট।
একা একা মেঘ দেখেছি, ঝড় দেখেছি,
খুন দেখেছি অবিরত।
পুবের বাগান খালি করা পুইয়ের লতা,
মাচান ভরা দুখের লতা, বনলতা,
পানির ভিতর কাঁপতে থাকা
ছায়ায় সাথে কতকথা বনলতা,
চলন বিলের ভেঙে পড়া
মস্ত সাঁকো কখন যেন পাড়ি দিলাম।
তখন কিন্তু আমি শুধুই, আমার ছিলাম কেউ ছিল না,
আমার হাতের ছোট্ট তালু ভরিয়ে দেবার,
মিস্টি করে গান শুনাবার।
কেউ বলেনি ভালবাসায় আকুল হবো।
জীবন আ্মার সুখের ছিল।

>>>

কেন আমার মেঘ আকাশে নতুন করে
জন্ম নিলো রামধনু রঙ সবার মতো?
কে বলেছে ভুলের সাথে নতুন করে সখ্য হতে?
একটা ভুলে কেটে গেছে হাজার প্রহর।
কে বলেছে এখন এসে নতুন করে দেখা দিতে?
আমি তো সেই খড়কুড়ুনি আজও আছি এলোমেলো।
আমায় নিয়ে ভাবনাগুলো বুকের ভাজে লুকিয়ে রেখো।

_________________________________________________________________________

অতিথি লেখক