ব্যাচেলর, চাকুরিজীবিদের মেস ভাড়া দিতে নিষেধ নাই
এসবিডি নিউজ24 ডট কম,ডেস্কঃ ডিএমপি হেডকোর্য়াটার্সে ডিএমপি’র নতুন ওয়েবসাইট উদ্বোধন শেষে ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বলেছেন, ব্যাচেলর, চাকুরিজীবিদের মেস ভাড়া দিতে নিষেধ নাই। তবে তাদেরকে বাসা ভাড়া দেয়ার সময় অবশ্যই তাদের আইডি কার্ডের ফটোকপি (ছাত্র হলে শিক্ষা প্রতিষ্ঠানের, চাকুরিজীবি হলে সংশ্লিষ্ঠ প্রতিষ্ঠানের), এক কপি রঙ্গিন ছবি, ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি জমা নিতে হবে এবং সংশ্লিষ্ট বিট অফিসার ও থানাকে তাদের তথ্যাদি সর্ম্পকে অবহিত করতে হবে। তিনি আরোও বলেন-সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনের জন্য ডিএমপি’র গৃহিত পদক্ষেপসমুহের মধ্যে একটি হলো-ব্লক রেইড। রাজধানীতে চলমান ব্লক রেইড সম্পর্কে বলতে গিয়ে ডিএমপি কমিশনার বলেন-ব্লক রেইড চলাকালে কোন মেসে পুলিশি অভিযান হলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। তবে এইক্ষেত্রে কেউ হয়রানির শিকার হলে তা ডিএমপি ওয়েবসাইটে দেয়া নম্বরগুলিতে যোগাযোগ করে আমাদেরকে জানালে আমরা সাথে সাথে তার ব্যবস্থা নেব।
…
এই অনুষ্ঠানে তিনি আরও বলেন-ডিএমপি’র এই ওয়েবসাইটের মাধ্যমে সম্মানিত নাগরিকগণ ডিএমপি সর্ম্পকে বিভিন্ন তথ্যাদি জানতে পারবেন পাশাপাশি নিজেরাও বিভিন্ন তথ্যাদি পুলিশকে দিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সাহায্য ও সহযোগিতা করতে পারবেন । এই ওয়েবসাইটের মাধ্যমে মহানগরবাসী কোন বিটের আওতাধীন তা জানতে পারবেন পাশাপাশি পুলিশ ক্লিয়ারেন্স সর্ম্পকে, বিভিন্ন থানার নাম্বারসমূহ,ডিএমপি নিউজ, ডিএমপি ফেসবুক,হ্যালো সিটি অ্যাপ সর্ম্পকে তথ্যাদি জানতে পারবেন । আমরা বিশ্বাস করি তথ্যের অবাধ আদান-প্রদানই জনগণের সাথে পুলিশের দূরত্ব কমার প্রধান একটি মাধ্যম। আমরা জনবান্ধব পুলিশিং-এ বিশ্বাস করি এবং সবসময় জনগণের কল্যাণে ও সেবায় কাজ করতে চাই।
…
এ অনুষ্ঠানে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ছাড়াও ডিএমপি’র অন্যান্য উধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিল ।