কাশ্মীরে সহিংসতা: নিহত ৪

কাশ্মীরে সহিংসতা: নিহত ৪

এসবিডি নিউজ24 ডট কম,আন্তর্জাতিক ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে চলমান সহিংসতায় মঙ্গলবার ৪ বিক্ষোভকারী নিহত হয়েছেন। তারা সবাই বেসামরিক নাগরিক ছিলেন। এ নিয়ে এ পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো ৬৮। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।


পত্রিকাটি আরো জানায়, অঞ্চলটির বিরওয়া গ্রামে বিক্ষোভকারীরা সরকারী নিরাপত্তা বাহিনীকে লক্ষ করে পাথর ছুঁড়লে গুলি ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। এতে ৪ বিক্ষোভকারী নিহত হন। ওই ঘটনায় আরো ৪ জন বিক্ষোভকারী মারাত্মক আহত হয়েছেন বলেও জানা গেছে।


তবে অঞ্চলটির পুলিশের সহকারী কমিশনার আলতাফ আহমেদ জানান, তাদের কাছে ২ জন নিহত হওয়ার খবর রয়েছে।


এর আগে, ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবসে অঞ্চলটিতে কারফিউ জারি থাকলেও পুরো কাশ্মীর জুড়েই নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। এ সব সংঘর্ষে ৯ জন নিহত হন। নিহতদের মধ্যে একজন বিক্ষোভকারী ও একজন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন বলে জানা যায়।


এরও আগে সোমবার কাশ্মীর সীমান্তে এক বন্দুকযুদ্ধে ৫ বিদ্রোহী নিহত হন।


উল্লেখ্য, ৯ জুলাই হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানি সরকারি নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার পর থেকে ওই অঞ্চলটিতে সহিংসতা ছড়িয়ে পড়ে। এখনো কাশ্মীরের বেশ কিছু জায়গায় নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ অব্যাহত রয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

Related articles