জাপানে ফের ভূমিকম্প
এসবিডি নিউজ24 ডট কম, আন্তর্জাতিক ডেস্ক : জাপানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৬। শনিবার আঘাত হানা ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। প্রাথমিকভাবে ভূমিকম্পের আঘাতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলীয় মিয়াকো শহরে ভূমিকম্পটি আঘাত হেনেছে। জাপানের আবহাওয়া দপ্তর জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে ভূমিকম্পটি থেকে সুনামি হওয়ার কোনো আশঙ্কা নেই।
মাত্র একদিন আগেই দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইবারাকি এলাকায় ৫ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।