ডিআরইউতে স্থায়ী ও নতুন সদস্য
নিজস্ব প্রতিনিধি. এসবিডি নিউজ24 ডট কম: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটি ২৯ জন সাংবাদিককে স্থায়ী সদস্য ও ১৩২ জন সাংবাদিককে নতুন সদস্য করার সুপারিশ করে তালিকা প্রকাশ করেছে। ডিআরইউ কার্যালয়ে আজ এ তালিকা প্রকাশ করা হয়।
…
ডিআরইউর গঠনতন্ত্রের ৬ ধারা অনুযায়ী ১০ আগস্ট গঠিত বাছাই কমিটির সভায় এ তালিকা করা হয়। বাছাই কমিটির আহ্বায়ক ও ডিআরইউর সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জামাল হোসাইনের সভাপতিত্বে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
…
এ বছর সুপারিশকৃত স্থায়ী সদস্যরা হলেন- দৈনিক আলোকিত বাংলাদেশের আজম মাহমুদ, দৈনিক ইনকিলাবের জাহেদ হোসেন খোকন, দৈনিক বণিক বার্তার নাজমুল হক তপন, দৈনিক নয়াদিগন্তের জসিম উদ্দিন রানা, দৈনিক জনকণ্ঠের গৌতম পাণ্ডে, ইউএনবির গোলাম মঈন উদ্দিন, চ্যানেল আই’র কাজী নূর মোহাম্মদ ফজলে আজিম, দৈনিক ভোরের ডাকের সাইদুল ইসলাম, এটিএন বাংলার হূমায়ন কবীর চিন্তি, বাসস এর স্বপন বসু, একুশে টেলিভিশনের শেখ মেরাজ, জিটিভির মো. হাসান ইমাম ইমরান, এনটিভির এস প্রমথেশ শীল, বিটিভির মো. শফিউল্লাহ সুমন, মাইটিভির মানিক লাল ঘোষ, একুশে টেলিভিশনের সাজেদ রোমেল, ইন্ডিপেনডেন্ট টিভির ফারজানান বিনতে হোসাইন, দ্য ডেইলী স্টারের প্রবীর বড়ুয়া চৌধুরী, বাংলাভিশনের আবু হেনা ইমরুল কায়েস, দৈনিক কালের কণ্ঠের মো. আজাদ হোসেন, নিউ এইজের মঞ্জুরুল হক মাসউদ, দৈনিক জনকণ্ঠের মো. আব্দুর রহিম, এনটিভির মুকসিমুল আহসান অপু, চ্যানেল টুয়েন্টিফোরের মো. মাকসুদ-উন-নবী, মাছরাঙ্গা টিভির ফারিহা আফসানা, এশিয়ান টেলিভিশনের তৌহিদ হায়দার খান শান্ত, এটিএন বাংলার অনিন্দিতা কামাল ও ঢাকা ট্রিবিউনের ইব্রাহীম হুসাইন অভি।
…
এ ছাড়া সুপারিশকৃত নতুন সদস্যরা হলেন-বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের মুহাম্মদ আরাফাতুল মোমেন আদিত্য আরাফাত, দৈনিক জনতার সফিকুল ইসলাম, দৈনিক যুগান্তরের এস এম রাশেদ রাব্বী, নিউ এইজের নাজমুস সাদাত, ডেইলী সানের সোলাইমান সালমান, দৈনিক জনকণ্ঠের মো. ওয়াজেদ, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের মো. ইলিয়াছ, এনটিভির এম.এম ইসলাম, এটিএন বাংলার মাহবুবুল আলম, চ্যানেল নাইনের রাব্বী ইবনে সিদ্দিকী, রেডিও টুডের মনজুর হোসাইন, দৈনিক ভোরের কাগজের মরিয়ম মনি, একুশে টেলিভিশনের আকবর হোসেন সুমন, দৈনিক সংবাদের মাসুদ রানা ও ইয়াসির আরাফাত রিপন, জিটিভির মাইনুল ইসলাম, নতুন বার্তা ডটকমের মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এসএ টিভির নিয়ামুল আযীয সাদেক, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের মাহমুদুল হাসান, দি নিউ নেশনের এমএম জসিম, রেডিও ধ্বনি ৯১২ এফএমের মেসবাহ উল্লাহ শিমুল, মানবজমিনের কাজী মো. আতিকুল এমাদুল হাদী, দীপ্ত টিভির দিলশাদ জাহান এ্যানী, পরিবর্তন ডটকমের মো. হুমায়ন কবীর, দৈনিক সংগ্রামের ইবরাহীম খলিল উল্লাহ, পরিবর্তন ডটকমের রীনা আকতার, মোহনা টেলিভিশনের রোজিনা রোজী, দৈনিক যায়যায়দিনের সমীরণ রায়, আরটিভির এস.এস হাবিবুল্লাহ আপেল, দৈনিক যুগান্তরের মুহাম্মদ সালাহ উদ্দিন, চ্যানেল নাইনের মুহাম্মদ ফরহাদ হোসেন তালুকদার, ভোরের কাগজের মো. রুহুল আমিন, আমাদের অর্থনীতির দেলওয়ার হোসাইন, শীর্ষ নিউজ ডটকমের সৈয়দ সাইফুর ইসলাম, বিবার্তা ২৪ ডটনেটের মো. বশির হোসেন খান, দৈনিক ইত্তেফাকের মাহবুব রনি, এটিএন বাংলার মাহবুব কবির চপল, বৈশাখি টিভির মাহমুদ শরীফ, দৈনিক ভোরের কাগজের রুমানা জামান, দৈনিক নয়া দিগন্তের মনিরুল ইসলাম রোহান, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের খাদেমুল ইসলাম, দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমের মো. আমান উল্লাহ আমান, ঢাকাটাইমস ২৪ ডটকমের মো. নাজমুল ইসলাম, দৈনিক বণিক বার্তার মো. ইসমাইল আলী, দৈনিক ইনকিলাবের এম এ মালেক মল্লিক, দি ইন্ডিপেনডেন্টের সাঈদ মোহাম্মদ পীতু, মোহনা টিভির ফারহানা হক নীলা, আরটিভির নাজিব ফরায়েজী, এনটিভির এ.এস.এম জহিরুল ইসলাম, বৈশাখি টেলিভিশনের শাহরিয়ার জামান দীপ, মানবজমিনের মো. রাশিম, দ্য ডেইলি স্টারের তুহিন শুভ্র অধিকারী, নিউজ বাংলাদেশ, কমের মো. জুনায়েদ শিশির, রেডিও টুডের বিলকিছ ইরানী, বাংলানিউজ ২৪ ডটকমের ইসমাইল হোসেন, আমাদের অর্থনীতির এস এম নুর মোহাম্মদ, দৈনিক আজকালের খবরের রেবেকা সুলতানা, দৈনিক সংবাদের এস এম ই মাহমুদ আকাশ, দৈনিক সংবাদের ফয়েজ আহমেদ খান তুষার, চ্যানেল২৪ এর সামিনা খাতুন রশ্নি, দৈনিক ভোরের ডাকের সুজন দে, নতুন বার্তা ডটকমের মোহাম্মদ জান-ই-আলম, চ্যানেল২৪ এর মো. মাসউদুর রহমান, বাংলাদেশ টেলিভিশনের সামসুন্নাহার বিনু, একাত্তর টিভির কাবেরী মৈত্রেয়, বিবার্তা২৪.নেটের মৌসুমী ইসলাম, দৈনিক সকালের খবরের মো. এমদাদুল হক মিলটন, ইন্ডিপেনডেন্ট টিভির মুহম্মদ রিশাদ হুদা, রাইজিংবিডি ডটকমের নিয়াজ মাহমুদ সোহেল, দৈনিক ভোরের কাগজের মো. তানভীর আহমেদ, যমুনা নিউজের সুশান্ত কুমার সাহা, দৈনিক মানবকণ্ঠের মো. জাহাঙ্গীর আলম, আমাদের সময় ডটকমের মো. ফারুক আলম, দৈনিক সংবাদের সাইফ বাবলু, দৈনিক ইনকিলাবের পলাশ মাহমুদ, একাত্তর টিভির রবিউল হাসান, বিডিনিউজ২৪ডটকমের কাজী মোবারক হোসেন, দৈনিক ভোরের কাগজের এন.রায় রাজা, বাংলানিউজ২৪ ডটকমের শাহেদ আলী ইরশাদ, এনটিভি অনলাইনের জাকের হোসেন, নতুন সময় ডটকমের দেলোয়ার হোসেন মহিন, দৈনিক মানবকণ্ঠের আসাদ জোবায়ের, বিটিভির এসএম মনির, যায়যায়দিনের আবু সাইম, আমাদের সময়ের আলী আসিফ শাওন, নিউ এইজের এইচ.এম মুর্তুজা, দৈনিক ইনকিলাবের আজিবুল হক পার্থ, বাংলাভিশনের মুহিবুল্লাহ মুহিব, সময় টিভির এহসান জুয়েল, বণিক বার্তার সাহানোয়ার সাইদ শাহীন, দৈনিক ভোরের ডাকের মো. বায়েজীদ মুন্সী, সময় টিভির মাহমুদ রাকিব, যমুনা টিভির সাজ্জাদ পারভেজ, জাগোনিউজ২৪ডটকমের মো. শফিকুল ইসলাম, দৈনিক বর্তমানের আজিজুর রহমান, একুশে টেলিভিশনের শাকেরা আরজু, বিডিনিউজ২৪ডটকমের সুলাইমান নিলয়, দৈনিক বর্তমানের হাসিবুল হাসান, দৈনিক আমদের সময়ের মাইদুল আলম বাবু, দৈনিক ভোরের ডাকের ফজলুর রহমান, এটিএন নিউজের আমিনুল ইসলাম, এটিএন নিউজের সাব্বির আহম্মেদ, এটিএন নিউজের জাবেদ আখতার, একাত্তর টিভির জেমসন মাহবুব, এটিএন নিউজের মো. আবুল কালাম আজাদ, প্রথম আলোর সানাউল্লাহ সাকিব, দৈনিক যুগান্তরের সাদ্দাম হোসেন ইমরান, দৈনিক মানবজমিনের মোহাম্মদ জাকারিয়া, আরটিভির শাহাবুদ্দিন শিহাব, বৈশাখি টেলিভিশনের মো. মশিউর রহমান, দৈনিক ইত্তেফাকের বারেক কায়সার, আমাদের সময়ের হাবিবুর রহমান, জাগোনিউজ২৪ ডটকমের মো. আব্দুল্লাহ আল মামুন, বৈশাখি টেলিভিশনের আহমেদ ফয়সাল, বাংলামেইল২৪ ডটকমের আবদুল হালিম, একাত্তর টিভির ফালগুনী রশীদ, এটিএন বাংলার তওসিয়া ইসলাম, জিটিভির হোমায়ারা মাহমুদা ফারুকী, নিউজ বাংলাদেশের মুহাম্মদ মুনিফ আম্মার, বাংলা ট্রিবিউনের সালমান তারেক শাকিল, প্রথম আলোর প্রশান্ত কুমার কর্মকার, বাংলামেইল২৪ ডটকমের মো. নাজমুল ইসলাম ফারুক, দৈনিক মানবকণ্ঠের মোহাম্মদ ছলিম উল্লাহ, বৈশাখি টেলিভিশনের মোছা. জান্নাতুল ফেরদৌসী, বিটিভির নার্গিস আক্তার জুঁই, বাংলামেইল২৪ ডটকমের মো. শওকত আলী, সময় টিভির মো. হাবিবুল্লাহ, অর্থসূচকের গিয়াস উদ্দিন, আরটিভির ইকরাম হোসেন ও এনটিভির আরাফাত আলী সিদ্দিক।
…
প্রসঙ্গত, ডিআরইউর গঠনতন্ত্রের ৪(গ) ধারা অনুযায়ী সংগঠনের অন্য সদস্যের সুপারিশকৃত কোনো সদস্যের বিষয়ে কোনো মতামত বা অভিযোগ বা আপত্তি থাকলে তা আগামী ৭দিনের মধ্যে ডিআরইউ কার্যালয়ে লিখিতভাবে জানাতে পারবে। প্রাপ্ত মতামত বা আপত্তি বিবেচনাসহ সুপারিশকৃতদের সদস্যপদ প্রদানের বিষয়টি গঠনতান্ত্রিকভাবে কার্যনির্বাহী কমিটির সভায় চূড়ান্ত করা হবে।