নৌপথের অচলাবস্থা নিরসনের আহ্বান
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ24 ডট কমঃ নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান নৌপথের অচলাবস্থা নিরসনে শ্রমিকদের সঙ্গে মালিকদের বৈঠকে বসার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টাস ইউনিটিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি মালিকদের প্রতি এ আহ্বান জানান।
…
শাজাহান খান বলেন, নৌ-শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছে। কমিটি দুইদিন বৈঠক করে একটি সিদ্ধান্ত নেয়। তবে দুই মালিক হাইকোর্টে রিট করে সিদ্ধান্ত স্থগিতের আদেশ নিয়ে আসেন।
…
মন্ত্রী বলেন, এটা ধর্মঘট নয়, কর্মবিরতি। তবে, এর মাধ্যমে নৌ-পরিবহনে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। এর জন্য মালিকদের খামখেয়ালিপনাও কিছুটা দায়ী। কারণ শ্রমিকদের মজুরি তো বেশি বাড়ানো হয়নি। আবার শ্রমিকদেরও উচিত ছিলো কর্মবিরতি না দিয়ে আলোচনা চালিয়ে যাওয়া। মালিকদের আহ্বান করবো আপনারা শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। তাহলেই উভয় পক্ষের অংশগ্রহণে একটা আশু সমাধান হবে।
…
প্রসঙ্গত, বেতন-ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ২২ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে নৌযান শ্রমিকরা ধর্মঘট পালন করে আসছে।