কাবুলে বিশ্ববিদ্যালয়ে হামলাঃ নিহত ১৩
এসবিডি নিউজ24 ডট কম, আন্তর্জাতিক ডেস্কঃ আফগানিস্তানের রাজধানী কাবুলে আমেরিকান বিশ্ববিদ্যালয়ে অস্ত্রধারীদের হামলায় ৭জন ছাত্রসহ ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৫জন ছাত্র ও ৯জন পুলিশসহ ৪৪ জন। সরকারি বাহিনীর হামলায় দুই অস্ত্রধারী হামলাকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩জন পুলিশ ও ৩জন নিরাপত্তারক্ষী রয়েছেন।
…
বুধবার সন্ধ্যায় অস্ত্রধারীদের হামলার পর পুলিশ রেইড বসালে প্রায় ১০ঘণ্টা গোলাগুলি ও অভিযান চলে। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভেতরে আটকে পড়া ছাত্র ও কর্মকর্তারা মুক্ত বলে জানিয়েছে পুলিশ। বিশ্ববিদ্যালয়ে হামলার দায়িত্ব এখনও কোন গ্রুপ স্বীকার করেনি।
…
কাবুলের পুলিশ প্রধান আবদুল রহমান রাহিমি বিবিসিকে জানিয়েছেন, ৭৫০ জন ছাত্র ও কর্মকর্তাকে উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হওয়া হামলাটিকে জটিল বলে বর্ণনা করেছে।
…
হামলার পর সেখানে বিশেষ বাহিনী ও যুক্তরাষ্ট্রের সামরিক উপদেষ্টাদের উপস্থিতি দেখা গেছে। হামলায় আটকে পড়াদের মধ্যে একজন ছিলেন পুলিৎজার জয়ী ফটো সাংবাদিক মাসুদ হোসাইনি। তিনি টুইটারে হামলার অভিজ্ঞতার কথা বলে সাহায্য চান।
…
সেখানে ক্লাস নিতে যাওয়া হোসাইনি বলেছেন, কি ঘটেছে তা দেখতে জানালা দিয়ে বাইরে তাকালে বেসামরিক পোশাকধারী একব্যক্তি তার দিকে গুলি ছোড়ে। এতে গ্লাস ভেঙ্গে যায়।
…
হামলাকারীরা প্রথমে একটি বিস্ফোরণ ঘটায়। তারপর গুলি করা শুরু করে। আফগান বাহিনী বিস্ফোরণের আওয়াজ শুনে ঘটনাস্থলে ছুটে যায়।
…
কাবুলের আমেরিকান বিশ্ববিদ্যালয়টি ২০০৫ সালে অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে। এটি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত প্রতিষ্ঠান। এতে ১৭শ ছাত্র রয়েছেন। যাদের বেশিরভাগই খণ্ডকালীন পড়ালেখার পাশাপাশি চাকরি করেন।